বাঁচল না ৬ বছরের জাহিদ ও সাত মাসের লাবিব

চট্টগ্রামে ডেঙ্গুতে ৫২ মৃত্যুর মধ্যে ২১ জনই শিশু শনাক্ত আরও ১৩৬

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৪:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ৬ বছরের জাহিদ হোসাইন ও সাত মাস বয়সী মুনতাসির মাহমুদ ওরফে লাবিব নামে এই দুই শিশুর মৃত্যু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। তারা দুজনেই আইসিইউতে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে চলতি আগস্ট মাসের ২৬ দিনে। আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে শিশুদের। মোট মৃত্যুর মধ্যে ২১ জনই শিশু। এছাড়া ১৮ জন নারী ও ১৩ জন পুরুষের মৃত্যু হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, লাবিব সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকার তাজু ইসলামের ছেলে। আর জাহিদ বাঁশখালীর খানকানাবাদ এলাকার আবদুল মাবুদের ছেলে। ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়েছে। ৭ মাস বয়সী লাবিবকে ২৫ আগস্ট চমেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে মধ্যরাতে সেখানেই তার মৃত্যু হয়। অন্যদিকে, ৬ বছর বয়সী জাহিদকে চমেক হাসপাতালে ভর্তি করা হয় ১৯ আগস্ট। পরবর্তীতে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই ২৫ আগস্ট রাত সোয়া ১০টার দিকে এ শিশুরও মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১৭ জনে। গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৯১ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে ১৩০ জন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধসকল মাদ্রাসায় বিজ্ঞান শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের