বাঁকখালী নদীতে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ কিশোর মাঝি মোঃ রুবেলের (১৭) লাশ ৩ দিন পর মহেশখালীর সোনাদিয়া থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল ২৫ জুলাই দুপুর সাড়ে ১২ টায় সোনাদিয়া দ্বীপের লালদিয়ার চরে তার লাশটি পাওয়া যায়। নিহত রুবেল কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মোহাম্মদ রফিকের ছেলে। গত শুক্রবার কক্সবাজার ৬ নম্বর জেটিঘাট এলাকার বাঁকখালী নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে যাত্রী পারাপারের সময় ফিশিং ট্রলারের নোঙ্গরের রশিতে আটকে অপর দুই যাত্রীসহ ডিঙ্গির মাঝি রুবেল নদীতে পড়ে যায়। দুই যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও মাঝি রুবেল ছিল নিখোঁজ। রুবেলের চাচা জানান, নিখোঁজের পর থেকে রুবেলকে উদ্ধারে গত ৩ দিন ধরে স্থানীয় জেলা প্রশাসন পুলিশ, কোস্টগার্ড ও চট্টগ্রাম থেকে ডুবুরি এনে তৎপরতা চালিয়েছে। কিন্তু গত ৩ দিনেও তার লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের লালদিয়ার চরে রুবেলের লাশটি ভেসে গিয়ে আটকা পড়ে। সোনাদিয়ার মরহুম নাগু মেম্বারের ছেলে মোহাম্মদ নকিব লাশটি উদ্ধার করে আমাদেরকে খবর দিলে আমরা স্পিডবোট যোগে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসি। নিহত রুবেলের অসুস্থ বাবা মোহাম্মদ রফিকের পরিবারের ভরণ-পোষণ যোগাতে কিশোর রুবেল বাঁকখালী নদীতে ডিঙ্গি নৌকা চালাত। গতকাল রাতেই বাহারছড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।