বহদ্দারহাটে সংঘর্ষে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু

কোটা আন্দোলন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ২:৪৭ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নগরের বহদ্দারহাটে সংঘর্ষে আহত হৃদয় চন্দ্র নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র মারা গেছেন। গতকাল ভোর ৫টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি চবি ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের (২০২০২০২১ শিক্ষাবর্ষ) ছাত্র। হৃদয়ের বাড়ি পটুয়াখালী জেলায়।

জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে চট্টগ্রামে মোট পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে বৃহষ্পতিবারের সংঘর্ষে হৃদয়সহ তিনজন এবং আগের দিন বুধবার মুরাদপুরে হওয়া সংঘর্ষে মারা যায় দুইজন। নিহতদের মধ্যে হৃদয়ই কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

হৃদয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরেফিন আজাদীকে বলেন, গত বৃহষ্পতিবার বহদ্দারহাটে গুলিবিদ্ধ হন হৃদয়। তাকে পাঁচলাইশ পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত পরশু (রোববার) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিফট করা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।

এদিকে হৃদয় চন্দ্রের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উপাচার্য তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধচারশো পাখিতে মুখর পক্ষিশালা
পরবর্তী নিবন্ধসরকারি সম্পত্তি ধ্বংসে যারা জড়িত তাদের চিহ্নিত করতে হবে