বহদ্দারহাটে ফিনলে সাউথ সিটি শপিং মল

বিশ্বের নামী-দামি ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের সমাহার

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

শপিং করতে চাই! কিন্তু কোথায় করবো? দেশে না বিদেশে? দেশে করলে, কোথায় যাবো? শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছোটাছুটি করে তবুও কি মনের মতো শপিং রয়ে গেলো বাকি! বন্দর নগরী চট্টগ্রামবাসীদের এমন প্রশ্ন মাথায় হয়তো ঘুরপাক করত কয়েকদিন আগেও। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন ফিনলে প্রপার্টিজ গড়ে তুললেন বিশ্বমানের শপিং সেন্টার ফিনলে সাউথ সিটি শপিং মল।

প্রায় এক লাখ স্কয়ার ফিট জায়গাজুড়ে সার্বক্ষণিক সিসি টিভির আওতাধীন আধুনিক নিরাপত্তা বেষ্টিত ২৩৮টিরও বেশি রিটেইল শপ, সুবিশাল ফুড কোর্ট, এঙাইটিং ফান জোন নিয়ে উদ্বোধনের শুরু থেকেই চট্টগ্রামবাসীর অন্যতম মনোরঞ্জন কেন্দ্র হয়ে উঠেছে এটি। হাইঅ্যান্ড রেসিডেন্সিয়াল ক্লাস্টার, কমার্শিয়াল স্পেস, শপিংমল এখন একই ছাদের নিচে, একই বিল্ডিংয়ে। চট্টগ্রামবাসীর শপিংয়ে বিশ্বমানের এঙপেরিয়েন্স এনে দিলো ফিনলে প্রপার্টিজ। গত কয়েক দশক ধরে সুনামের সাথে স্থাপত্য শিল্পে চট্টগ্রামবাসীর আস্থা কুড়িয়েছেন তারা। তারই ধারাবাহিকতায় নগরীর বহদ্দারহাটে গড়ে তুললেন বিশ্বমানের ফিনলে সাউথ সিটি শপিং মল। এখন আর দুবাইসিঙ্গাপুর নয়, চট্টগ্রামেই হবে ওয়ার্ল্ড ক্লাস শপিং। বিশ্বের নামকরা ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের সমাহার আর নতুন নতুন সব এক্সপেরিয়েন্স এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু যেমন প্লাসপয়েন্ট, আর্ট, স্বদেশপল্লী, বারকোড, সাদিয়া’স কিচেন, ফ্ল্যাগশিপ ১৩৮, টাইমজোন, রাইস, শৈল্পিক, এপেক্স, বাটা, হারলেন, খাদিঘর, আর্ট, ল্যা কুপার, জি জি আইল্যান্ড, ব্রোস্ট ক্যাফে, লিন্ড ইত্যাদি। শপিং মলের প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই, দৃষ্টিনন্দন নান্দনিক এট্রিয়াম, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ আর ক্যাশলেস শপিংয়ের সাথে ইন্সট্যান্ট ক্যাশ আউটের জন্য আছে এটিএম বুথ, সার্বক্ষণিক জেনারেটর সুবিধা, ক্যাপসুল লিফটের পাশাপাশি, সার্ভিস লিফট, এঙিলেটর, অটোমেটিক অগ্নিনির্বাপক ব্যবস্থা, সুবিশাল সিকিউর পার্কিং স্পেস, বিশ্বখ্যাত ফুড চেইন এবং দেশীয় খাবারের ফুড কোর্ট, কিড্‌স প্লে জোন, ইলেকট্রনিঙ এবং হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং সেন্টার, বুক স্টোর, গিফট কার্ড শপ, জুয়েলারি, অথেনটিক কসমেটিকস, লেডিস গার্মেন্টস কালেকশন, ঘড়ি এবং অপটিকস, বোরকা, হিজাব, টেইলরিং শপ, হ্যান্ডিক্রাফটস পণ্য, বাচ্চাদের সব ধরনের খেলনার দোকান, ট্রেন্ডি রেডিমেন্ট গার্মেন্টস, পুরুষদের জন্য পাঞ্জাবি ও শেরওয়ানি, দেশিবিদেশি ব্র্যান্ডের নানা বয়সীদের জন্য জুতা, ব্র্যান্ড গ্যালারি, ম্যাজিক্যাল থিমপার্ক, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের স্থানসহ কি নেই এখানে। উৎসবে আনন্দে অথবা যে কোনো উপলক্ষ্যে, পরিবারের সবাইকে নিয়ে হাজারো অপশন থেকে মনের মতো শপিং করার এঙপেরিয়েন্স নিতে সবাই এখন ফিনলে সাউথ সিটি শপিংমলএ। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম শহরের হাজার বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী এই বহদ্দারহাটে যুক্ত হলো অনন্য মাইলফলক। যার ছোঁয়ায় সময়ের সাথে সাথে শহরের যোগাযোগের মূল কেন্দ্রস্থল বহদ্দারহাট আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। সেজে উঠছে সমৃদ্ধ অঞ্চলটি। ঐতিহ্য আর শ্রেষ্ঠত্বের নতুন স্থাপত্য ফিনলে সাউথ সিটি শপিং মলএ বিশ্বমানের শপিং এঙপেরিয়েন্স।

এক নজরে ফিনলে সাউথ সিটি শপিংমল : লেভেল ১ (নিচতলা) : আন্তর্জাতিক এবং স্থানীয় ব্র্যান্ড গ্যালারি। ক্রোকারিজ, গিফট ও কার্ডের দোকান এবং এটিএম বুথ।

লেভেল ২ (২য় তলা) : গহনা, কসমেটিকস, লেডিস রেডিমেড গার্মেন্টস, লেডিস ফুটওয়্যার,পার্স, ঘড়ি ও অপটিক্স, হস্তশিল্প পণ্য, শিশুদের খেলনা।

লেভেল ৩ (৩য় তলা) : শাড়ি, লেডিস আনস্টিচ পোশাক, লেডিস রেডিমেড গার্মেন্টস, বাচ্চাদের পোশাক, বোরকা, হিজাব এবং লেডিস টেইলার্স।

লেভেল ৪ (৪র্থ তলা) : জেন্টস রেডিমেড গার্মেন্টস, বাচ্চাদের পোশাক, শার্টিং ও স্যুটিং, পাঞ্জাবি ও শেরওয়ানি, জুতা ও চামড়ার সামগ্রী, খেলাধুলার দোকান এবং জেন্টস টেইলার্স।

লেভেল ৫ (৫ম তলা) : ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সেস, মোবাইল ও এঙেসরিজ, সিডি/ডিভিডি, ল্যাপটপ, কম্পিউটার ও এঙেসরিজ, মোবাইল অ্যান্ড কম্পিউটার সার্ভিসিং সেন্টার, বুক স্টোর, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।

লেভেল ৬ (৬ষ্ঠ তলা) : ব্র্যান্ড গ্যালারি।

লেভেল ৭ (৭ম তলা) : ফুড কোর্ট, কিড্‌স প্লে জোন, থিম পার্ক ও ইনডোর প্লে জোন।

লেভেল ৮ (৮ম তলা) : পুরুষ ও নারীর জন্য পৃথক প্রার্থনা স্থান।

পূর্ববর্তী নিবন্ধঅপরিকল্পিত স্থাপনার কারণে সাজেকে আগুনে ক্ষতি বেশি
পরবর্তী নিবন্ধআজ চাঁদ দেখা কমিটির সভা