বহদ্দারহাটে ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ ডিসেম্বর, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য রিয়াজ উদ্দিন সিকদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত রিয়াজ সাতকানিয়া থানার পুরানগর এলাকার নুরুল ইসলাম সিকদারের ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন সাংবাদিকদের জানান, রিয়াজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার অভিযোগে হত্যা ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌশলে হাতিয়ে নেয় বিদেশ ফেরত নারীর লাগেজভর্তি মালামাল
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার সেই পিয়নের বিরুদ্ধে দুদকের মামলা