বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কারের দাবি এবং পরিত্যক্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে যানবাহন চলাচল বন্ধ থাকবে। গতকাল বুধবার আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত জানাতে গিয়ে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা আজাদীকে বলেন, চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংস্কার এবং টার্মিনাল পরিত্যক্ত করার স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ (২৫ মে) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত বহদ্দারহাট বাস টার্মিনাল–শাহ আমানত সেতু হয়ে চট্টগ্রাম হতে কক্সবাজার বান্দরবান জেলাসহ দক্ষিণ চট্টগ্রাম এবং বিভিন্ন উপজেলা অভিমুখী বাস–মিনিবাস, চেয়ার কোচ চলাচল বন্ধ থাকবে। তিনি বলেন, ঐ সময়ে বহদ্দারহাট বাস টার্মিনালে সংশ্লিষ্ট ৫টি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস ওয়ার্কার্স ইউনিয়ন (কাপ্তাই), চট্টগ্রাম পশ্চিম পটিয়া আনোয়ারা বাঁশখালী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম পটিয়া আনোয়ারা বাঁশখালী সাতকানিয়া চকরিয়া সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন ও বান্দরবান কেরানীহাট চট্টগ্রাম শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে প্রধান বক্তা থাকবেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সভাপতি শ্রমিক নেতা মৃণাল চৌধুরী। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।












