বহদ্দারহাট খাজা রোডস্থ আইডিয়াল গার্লস মাদরাসার বার্ষিক অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে ও মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ ইউসুফ ছানুভীর সঞ্চালনায় গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার উপ-পরিচালক আল্লামা ফোরকানুল্লাহ খলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস, আল্লামা জিয়াউল হোসাইন জিয়া, অধ্যাপক মুনিরুল ইসলাম রফিক, মাওলানা মনিরুল মান্নান, প্রফেসর মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মোশাররফ হোসেন, অধ্যক্ষ মাওলানা এম হামেদ হাছন প্রমুখ।












