বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজের উদ্যোগে বিদায় অনুষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াসির সিলমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া ও রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ। শিক্ষার্থী আকরাম হোসেন রানা ও অর্পিতা ঘোষের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক বিভাগের শিক্ষক মো. নাঈম উদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তানজিমুল ইসলাম চৌধুরী ও হাসান শাহরিয়ার মাহিম। উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, বিভাগের শিক্ষক মো. সরোয়ার কামাল, মো. নকিব, তাসনোভা তাহসিন, হেদায়েতুল ইসলাম জুয়েল প্রমুখ। প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা শুধু মাত্র একটি পেশা নয় এটি একটি দায়িত্বপূর্ণ কাজ। সাংবাদিকতা এবং গণমাধ্যমের বস্তুনিষ্ঠ সংবাদ পৃথিবীকে বদলে দিতে পারে। প্রযুক্তিগত কারণে সাংবাদিকতা এখন একটি চ্যালেঞ্জিং পেশা, আপনার তৈরী সংবাদটি এখন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে সর্বস্তরে। কারণ একটি সত্যান্বেষী প্রতিবেদন জাতি এবং সমাজের চোখ খুলে দেয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












