বসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদে ডেকেছে দুদক

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

ভূমি জবরদখল, অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক থেকে পাঠানো চিঠিতে আগামী ২৫ ও ২৬ মে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের।

নোটিসে বলা হয়েছে, আহমেদ আকবর সোবহান (শাহ আলম), তার পরিবারবর্গ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণের অর্থ আত্মসাৎ, অর্থ স্থানান্তর ও হস্তান্তরসহ মানি লন্ডারিংয়ের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম, তাদের বড় ছেলে সাদাত সোবহান এবং সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহানকে ২৫ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

২৬ মে ডাকা হয়েছে আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী সাবরিনা সোবহান, কোচেয়ারম্যান সাদাত সোবহান ও তার স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহান, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানভীর), ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও তার স্ত্রী ইয়াশা সোবহানকে।

পূর্ববর্তী নিবন্ধঅনুমোদন পেল ৫০০ শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার