চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, শুধু পহেলা বৈশাখ নয়, বসন্ত উৎসবও বাঙালির সর্বজনীন প্রাণের উৎসবে রূপ নিচ্ছে। শহর থেকে গ্রাম সর্বত্র এই উৎসব পালন করা হচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বসন্ত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির কাযনির্বাহী কমিটির সহসভাপতি জাহাঙ্গীর কবির। বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের। দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল। সমবেত সঙ্গীত পরিবেশন করে শিল্পকলা একাডেমি সঙ্গীতদল। একক সঙ্গীত পরিবেশন করেন আবদুর রহিম, শ্রেয়সী রায়, অপু বর্মন, শাহরিয়া পারভীন রোজী ও লিটন নন্দী। একক আবৃত্তি পরিবেশন করেন অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, হাসান জাহাঙ্গীর, কঙ্কন দাশ ও মুজাহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।