বসন্তে আজ গাছে গাছে
মৃদু বাতাস বয়
কোকিল ডাকে মধুর সুরে
কতই কথা কয়।
দূরের গাঁয়ে বন্ধুর বাড়ি
উদাস উদাস মন
একলা কাটে সময় আমার
ভাবি সারাক্ষণ।
ফুল ফুটেছে সারাক্ষণ
অপূর্ব তার রেশ
লালবর্ণের দৃশ্য আহা
দেখতে লাগে বেশ।
সবুজ ঘাস ও উঠছে জেগে
সাজলো নগর পাড়া
পাখি ডাকে কিচিরমিচির
পড়ছে দারুণ সাড়া।