বসতঘরে ইয়াবা মা-মেয়েসহ গ্রেপ্তার ৩

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫২ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বসতঘরে অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবাসহ তিনজন নারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত শুক্রবার রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকার একটি বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম।

গ্রেপ্তার তিন নারী হলেন দৌলতপুর নাজির আলী সেরাং এর বাড়ির মোঃ রাজুর স্ত্রী মর্জিনা বেগম (৪০), তার মেয়ে জয়নাব আকতার প্রঃ রিফা (১৭) এবং একই বাড়ির ইসমাইলের মেয়ে সুমাইয়া আকতার (১৬)

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসতবাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদক বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৯২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই
পরবর্তী নিবন্ধপেশাজীবী অধিকার পরিষদের সম্মেলন ও আলোচনা সভা