বর্ষার সুখ-দুঃখ

আহবাব সুলাইমান | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

(৩০০৯৮)
বর্ষা আবার এলো ফিরে
অঝোর বারিধারা,
রোদের তাপে শুকনো গাছ
এখন সবুজে ভরা।
গ্রীষ্মতেজে কাতর সবাই
মাঠ-ঘাট যে শুকায়,
বর্ষাকাল এলেই আবার
প্রাণ যেন ফিরে পায়।
প্রকৃতির এই ভাঙা-গড়া
বহে ঝড়ো হাওয়া,
বর্ষা এলেই ফুলের মেলা
ফোটে কদম-কেয়া।
আরো ফোটে বেলি-লিলি
জুঁই, গন্ধরাজ,
দোলনচাঁপা, কামিনীতে
অপরূপ এক সাজ।
বাসায় বাসায় রান্না হয়
ইলিশ খিচুড়ি,
ঘরে বসে বৃষ্টি দেখা
নেই যে তার জুড়ি।
বাদল ঝরে তুমুল বেগে
চারদিকে হয় বন্যা,
দরিদ্রের কষ্ট বাড়ে
বাড়ে কারও কান্না।
বন্যায় ঘর ভেসে যায়
নেই আশ্রয় খাবার,
দুঃখগুলো হবেই যে দূর
এই আশাটি সবার।
তাদের কথা চলো ভাবি
তাদের পাশে দাঁড়াই,
আমরা মহান মানবজাতি
সেই কথা ভুলে না যাই।

পূর্ববর্তী নিবন্ধমা
পরবর্তী নিবন্ধমনে পড়ে