বর্ধিত সভায় গোলাম আকবর

সেপ্টেম্বরের মধ্যে উত্তর জেলা বিএনপির সম্মেলন

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিএনপি উত্তর জেলার আহ্বায়ক কমিটির বর্ধিত সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, সেপ্টেম্বরের মধ্যে উত্তর জেলার সম্মেলন করতে হবে। তিনি বলেন, সংগঠন ছাড়া কোনো অধিকার আদায় করা সম্ভব নয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সফল করার জন্য দলকে সংগঠিত করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপি সমগ্র বাংলাদেশে শক্তিশালী সংগঠনে পরিণত হতে চলেছে। উত্তর জেলাকে আন্দোলনের জন্য তৈরি হতে হবে।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার।
সভায় মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় আরো বক্তব্য দেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহ উদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, অ্যাড. আবু তাহের, ডা. খুরশিদ জামিল, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, শাহীদুল ইসলাম, জহিরুল আলম জহুর, আলমগীর হোসেন ঠাকুর, গাজী নিজাম উদ্দিন, মহিউদ্দিন খান, জাহিদুল ইসলাম, দিদারুল আলম মিয়াজী, নিজাম উদ্দিন, কাজী মো. মহিউদ্দিন, সালেহ আহমদ, জহির আজম, মোবারক হোসেন কাঞ্চন, এজাহার মিয়া, শাহনেওয়াজ সেবুল, আবু মোহাম্মদ, ইফতেখার উদ্দিন খান, ওহিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধমোপলেসের প্রতিষ্ঠাবার্ষিকী