সাতকানিয়া জনার কেঁওচিয়া পঞ্চায়েত বাড়ি হযরত বেলাল (রা.) জামে মসজিদ ও আদর্শ ফোরকানিয়া মাদ্রাসার ২০তম বার্ষিক সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সমপ্রতি মজসিদ মাঠপ্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের সাবেক পরিচালক, চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম সবসময় সত্য, শান্তি ও সমপ্রীতির লক্ষে ভূমিকা রাখে। মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য প্রতিষ্ঠায় ইসলাম সবসময় শান্তির মর্মবাণী পৌঁছে দেয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের খেদমতে আজীবন কাজ করেছেন। অনুরুপ বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সারা বাংলাদেশে প্রায় ৪৫০টির অধিক মডেল মসজিদ প্রতিষ্ঠাসহ ইসলামের উন্নয়নে ব্যাপক কাজ করে চলেছে। বর্তমান সরকার মাদ্রাসাকে আধুনিক ও যুগোপযোগী করতে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক–অর্থনৈতিক উন্নয়ন, মসজিদ, মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নে ব্যপক কাজ করে যাচ্ছে। তিনি সকলকে ধর্মীয় অনুশাসন মেনে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় প্রধান মেহমান ছিলেন কেরানীহাট ল্যান্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি নেজাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ডা. আজিজুল হক, হাজী মোহাম্মদ ফোরকান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনু্ল ইসলাম আমিন, আবু ছালেহ, শেখ সালাউদ্দীন দিনার, মো. নজরুল ইসলাম, মো. কামাল উদ্দীন মেম্বার। প্রধান বক্তা ছিলেন মাওলানা আতাউল্লাহ বাহারী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।