বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ

আলোচনা সভায় এরশাদ উল্লাহ

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১২:২৯ অপরাহ্ণ

বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে উল্লেখ করে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, এ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল বুধবার চান্দগাঁওস্থ অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের আওতাধীন ৩, ৪, ৫, ৬, ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিশ্ব আতঙ্কিত করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ আতঙ্কিত আওয়ামী লীগ সরকারের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, ধর্ষণ এবং ভোট জালিয়াতি নিয়ে। বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ। অবিলম্বে তিনি প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবি জানান। পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথি ছিলেন আর ইউ চৌধুরী শাহীন, সৈয়দ শিহাব উদ্দিন আলম, এম এ হামিদ প্রমুখ। জাফর আহম্মদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মো. ইদ্রিস, নজরুল ইসলাম, মোহামমদ ইয়াছীন, মনজুর আলম মঞ্জু, আশরাফ উদ্দীন, মোহাম্মদ ইউসুফ, গোলাফুর রহমান, আব্দুল বাতেন, এনামুল হক ইনু, ইয়াসীন মোহাম্মদ হাসান, মো. আলমগীর, আবু তাহের, মনজুর আলম মঞ্জু, শফিকুল ইসলাম শাহীন, মোহাম্মদ ইসমাইল, আবু ছৈয়দ রাসেল, আরিফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ বাবু, জামশেদুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ নজরুল, জয়নাল আবেদীন, মো. ফজল কবির, মো. আলমগীর, টিপু সুলতান, মোহাম্মদ রাসেদ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ রিকু, সাইফুল, আলাউদ্দিন, আজাদ, বাবলু, নাজিম, কায়সার, নাইম, চৌধুরী ইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধলই ইউনিয়নে মাওলানা মোনাফ শাহ (রা.) মাজারের ভিত্তি প্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধআরামিট সিমেন্টের বার্ষিক সাধারণ সভা