বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঁশখালীতে আন্তর্জাতিক কুম্ভমেলা শুরু

কারো চোখ রাঙানিতে ভয় পাই না : শিক্ষা উপমন্ত্রী

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৮ জানুয়ারি, ২০২৩ at ৮:০৯ পূর্বাহ্ণ

হাতি ঘোড়াসহ নানা ধরনের বাদ্যযন্ত্র ও গাড়ির বহরে মহাশোভা যাত্রার মাধ্যমে বাঁশখালীতে ১১দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা শুরু হয়েছে। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে অর্ধলক্ষাধিক লোকের অংশগ্রহণে শ্রীগুরু সংঘ আয়োজনে বিকালে বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ বেলুন উড়িয়ে উৎসব ও মেলা উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত সমাবেশ কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত সুমন বনিক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, সদস্য ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, শ্যামল দাশ, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, কুম্ভমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ, সমন্বয়ক তাপস কুমার নন্দী, অর্থ সম্পাদক তড়িৎ কুমার গুহ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশ, সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ প্রমুখ। এরপর বাঁশখালী ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক সংগঠনের সদস্যরা ব্যানার ও ফেস্টুনসহকারে মহাশোভাযাত্রায় অংশ নেন।

দ্বিতীয় পর্বে গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভায় আশীর্বাদক ছিলেন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ। কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক অনুপ খাস্তগীর, চট্টগ্রামের জিএম নুর আনোয়ার হোসেন রনজু, এএসপি (আনোয়ারা সার্কেল) ইসমাঈল হোসেন কামাল, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, খোরশেদ আলম, দেবাশীষ নাথ দেবু, স্বামী নীরাঞ্জনা পুরী মহারাজ, কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, প্রদীপ কুমার গুহ, বিভাস গুহ প্রমূখ।

সভায় প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী বলেন, আরো কারো চোখ রাঙানিকে ভয় পাইনা। এদেশের অর্থনীতি কখন পাকিস্তানের মত হবে না, এদেশের যতদিন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকবে ততদিন এদেশের উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি বলেন, বিগত দিনে বাঁশখালীতে অনেক অঘটন হয়েছে, আর হতে পারবে না। দেশের সকল নাগরিককে সাথে নিয়ে আমরা শান্তি বসবাস করতে চাই। সকল ধর্মের লোকজন নিজ নিজ অধিকার ও ধর্ম সমান তালে পালন করবে এতে আমরা সদায় পাশে থাকব।

তিনি বাংলাদেশের একমাত্র ঋষিকুম্ভ মেলার সফলতা কামনা করেন। মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, আপনারা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি থাকলে এদেশের মানুষ বিপদগ্রস্ত হবেনা । তিনি ১১দিন ব্যাপী যে সব অতিথিরা আসবেন তাদের সকল ধরনের সহযোগিতার জন্য নেতাকর্মীসহ প্রশাসনকে আহ্বান জানান। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসাগর ও নদীর প্লাস্টিক বর্জ্য পরিষ্কারে ক্লিয়ার বোট নিও
পরবর্তী নিবন্ধপ্রতিনিধি নাট্য উৎসব শুরু