বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানের প্রস্তাব

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

নগরে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় সিটি কর্পোরেশনের কাছে প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান ‘তাইয়ু’। প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল গতকাল বুধবার টাইগারপাসস্থ নগর ভবনে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন। তখন মেয়র এতে সম্মতি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। তিনি নগরীকে একটি বিশ্বমানের পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সব মহলের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতকালে তাইয়ুং প্রতিনিধি দল বর্জ্য ব্যবস্থাপনার উপর বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করে বলেন, বর্তমান বিশ্বে ময়লা অপসারণের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তা ও বায়ু দূষণের বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হয়। তারা বলেন, নগর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জিটুজি’র মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব। প্রতিনিধি দল নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব দেন। সিটি মেয়র দক্ষিণ কোরিয়ায় বাস্তবায়িত প্রকল্পসমূহ পরিদর্শনের আমন্ত্রণ জানান দলনেতা কী ইয়াং লীম। মেয়র তাদের আমন্ত্রণ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, তাইয়ুং’র নির্বাহী পরিচালক কী ইয়াং লিম, ঢাকার ব্যবস্থাপক ডেভিড ডেই হিউন লী, কন্ট্রাক্ট ম্যানেজার পি এস কিম পুরিউনসল কিম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম শারন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম মাসুম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজট
পরবর্তী নিবন্ধআবু মোহাম্মদ তবিবুল আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ