আনোয়ারা উপজেলাস্থ বরুমচড়া পশ্চিম ভরাচর গ্রামে সম্প্রতি ১৫০০ দুস্থ পরিবারের মাঝে ১ বস্তা চাউল ও নগদ অর্থ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমাম শেরে বাংলা (রহ🙂 সুন্নি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আলী হোসেন (আরিফ)।
বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অন্যান্যদের মধ্যে স্থানীয় আলেম–ওলামা, রাজনৈতিক, গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী নাছির উদ্দিন।
এসময় প্রধান অতিথি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহযোগিতায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। পরোপকারের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে যথার্থভাবে দাঁড়াতে পারলেই একটি প্রত্যাশিত মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।