বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধরের ঘটনার জের ধরে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি অবরোধে পাঁচ জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকরা গতকাল শনিবার সকাল থেকে রূপাতলী বাস টার্মিনালে এবং শিক্ষার্থীরা দেড় কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়ে আছেন। টায়ার জ্বালিয়ে সড়কে দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভে পুরো শহরে বিরাজ করছে উত্তেজনা।
ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সঙ্গে সড়কপথে বরিশালের সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে বরিশাল কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন। খবর বিডিনিউজের।
গত মঙ্গলবার দুপুরে নগরীর রূপাতলীতে বিআরটিসির কাউন্টারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে লাঞ্চিত করার ঘটনায় এই দ্বন্দ্বের সূত্রপাত। ওইদিন শিক্ষার্থী বিক্ষোভ শুরু করলে পুলিশ বিআরটিসির এক কর্মীকে গ্রেপ্তার করে। সেই রাতে রূপাতলী এলাকায় শিক্ষার্থীদের বিভিন্ন মেসে গিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে বুধবার দিনভর বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সেদিন অবরোধ স্থগিত করে শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করলে শনিবার নতুন করে পরিস্থিতির অবনতি হয়।
ছাত্রদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার গভীর রাতে রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি (২৫) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে এবং গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবিতে শনিবার বেলা ১১টার দিকে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে পরিবহন মালিক ও শ্রমিকরা।
অন্যদিকে আসল হামলাকারীদের আড়াল করতে দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ তুলে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সকাল ১০টার দিকে ক্যাম্পাসের সামনে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করেন। এ পরিস্থিতিতে বরিশাল থেকে দক্ষিণের ৫ জেলার ১৭ রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের নেতৃত্বদানকারীদের একজন সুজয় শুভ বলেন, আমাদেরকে সন্তুষ্ট করার জন্য দুই নিরীহ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মূলত প্রকৃত হামলাকারীদের আড়াল করার চক্রান্ত এটি।
মাহমুদ হাসান তমাল নামে আরেক ছাত্র বলেন, হামলায় আহত ছাত্ররা হামলাকারীদের চিনতে পেরেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে। মূল হামলাকারীদের আইনের আওতায় না আনা পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন চলবে।
অন্যদিকে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, ছাত্রদের সাথে বিআরটিসির কর্মচারীদের ঝামেলা হয়েছিল। কিন্তু পুলিশ অন্যায়ভাবে আমাদের দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি না দেওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
বরিশাল কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম বলেন, তদন্ত করেই ওই দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। নিরাপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।
এদিকে পরিস্থিতি শান্ত করতে পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ফের আলোচনার উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক আরিফ হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের ডেকেছি। আলোচনা চলছে। আশা করছি সমাধান আসবে।