বরষা নামা

ফাতেমা ফেরদৌস নীপা | বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

রোজ রোজ মেঘের কলহ

কাচের টুকরোর মত

আকাশ ভেঙে পড়ে,

বাতাস চুপটি করে

মিটমাটে ব্যস্ত সময়ের অপেক্ষায়,

অফিস শেষের নিরিবিলি

শহর পথে

রিকশার সুর,

ঝকঝকে পিচের আয়নায়

ভেসে উঠে মুখ,

পিছু টানা আনত আদল।

জলে ভাসে চোখের মায়াবী রঙ,

অক্ষি গোলকের শূন্য বাগান

ঘ্রাণ বিহীন, শুকনো ফুল

অন্যমনস্কতায়

নীল নীল শহর উড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধনৈতিক ও মানবিক মূল্যবোধের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে
পরবর্তী নিবন্ধনেতা