চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য বলরাম চক্রবর্তী, জামশেদ মো. গউস রিকন, এস এম সেলিম, শফিকুল ইসলাম মানিক ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ক্রীড়া প্রতিযোগিতা উপ–কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের প্রধান মো. আবু তাহের। প্রতিযোগিতা সমন্বয় ও পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক কাজী মাহমুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আবুল মনসুর। ১০টি ইভেন্টের প্রতিযোগিতায় কলেজের ৫০০ ছাত্র–ছাত্রী অংশগ্রহণ করে।