বরকল ভুষণছড়া ইউপি চেয়ারম্যান কারাগারে

বিয়ের প্রলোভনে ধর্ষণ

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

ছোটহরিণায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণ করার মামলায় রাঙামাটি জেলার বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার রাঙামাটি নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ নির্দেশ দেন।
জানা গেছে, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ২০২০ সনের ২৬ জুন ভুক্তভোগী তরুণী নারী বরকল থানায় মামলা করেন। এরপর আদালত থেকে সমন জারি হলে উচ্চ আদালত থেকে জামিন নেন বরকলের ভুষণছড়া ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা মামুনুর রশিদ। পরবর্তীতে উচ্চ আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিলেও অভিযুক্ত চেয়ারম্যান এতদিন পলাতক ছিলেন। গতকাল মঙ্গলবার বিকালে রাঙামাটির নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলামের আদালতে আত্মসর্মপণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
ইউপি চেয়ারম্যান মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা ছাড়াও মারামারি, দুর্নীতি, বন মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় গত বছরের ৫ জুলাই তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। তার আগে বরকল উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা, নারী শিশুসহ আহত ৩
পরবর্তী নিবন্ধআসলাম চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে চার্জগঠন পিছিয়েছে