পটিয়ায় জিরি জনকল্যাণ সংঘের খাদ্য ও ঔষধ পেল ফটিকছড়ির বন্যাকবলিত ও জিরি গ্রামের প্রায় তিনশতাধিক অসহায় ও দুঃস্থ পরিবার। গতকাল শুক্রবার সকালে উপজেলার জিরিস্থ সংগঠনের কার্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ফটিকছড়িতে বন্যাদুর্গত ১৬৫ পরিবারের মাঝে প্রতি প্যাকেটে ১২ কেজি করে খাদ্য সামগ্রী ও জরুরি ঔষধ বিতরণ করা হয়েছে।
জিরি জনকল্যাণ সংঘের আহ্বায়ক মো. শামসুল হুদা চৌধুরীর নেতৃত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম, ব্যবসায়ী আবদুস ছালাম, সমাজসেবক আহমেদুল হক, আবুল কালাম বাবুল, নুরুল আবছার, নসরুল্লাহ খাঁন রাশেদসহ ক্লাবের সদস্যদের আর্থিক সহযোগিতায় এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, সদস্য নাছির মেম্বার, মো. আবু বকর সিদ্দিকী, নজরুল ইসলাম শিকদার, নুরুল আজিম, মো. জয়নাল, মো. এয়াকুব প্রমুখ।
আহ্বায়ক মো. শামসুল হুদা চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের আর্থিক সহযোগিতায় একটি তহবিল গঠন করে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর ধারাবাহিকতায় এলাকার অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝেও আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি।