বন্যার্তদের পাশে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সিটি রেড ক্রিসেন্ট

| শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৫১ পূর্বাহ্ণ

দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কলেজের পক্ষ থেকে জরুরি খাদ্যসামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণের জন্য চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টকে হস্তান্তর করা হয়। এর মধ্যে ছিল ২৫০ কেজি চাল, ২৫০ কেজি ডাল ও ২ হাজার লিটার পানি।

গত সোমবার কলেজ প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টকে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মুজিবুল হক সিকদার। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক মো. মাহফুজুর রহমান, সিনিয়র যুব সদস্য বখতিয়ার হোসেন জনি, মোহাম্মদ গালিব, আলী হায়দার সাইমুন, মো. মিসবাহ উদ্দিন বাহার, সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদ, যুব উপ প্রধান১ সুজিত রুদ্র, মো রকিবুল ইসলামসহ যুব সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবিপ্লব উদ্যানের হারিয়ে যাওয়া সবুজ ফিরিয়ে আনার দাবি
পরবর্তী নিবন্ধকর্ণফুলী পেপার মিলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে