চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট : রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের নিজস্ব অর্থায়নে এবং সিটি যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় গত মঙ্গলবার নোয়াখালীতে ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল– চাল, সয়াবিন তেল, লবণ, পেঁয়াজ, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মসলা, সাবান, চিনি, ময়দা ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিট কার্যকরি পর্ষদ সদস্য এইচএম সালাউদ্দিন, সিনিয়র যুব সদস্য বখতিয়ার হোসেন জনি, মো. গালিব, মোহাম্মদ মিসবাহ উদ্দিন বাহার, সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজিদ এবং সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্যসহ যুব সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
চিটাগাং এক্স শাহীন : চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন (চেশা) এবার বন্যা দুর্গত মানুষের ঘরবাড়ি নির্মাণে সহায়তা করে। এজন্য তারা ফেনীর সোনাগাজী, ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় ক্ষতিগ্রস্ত পঁয়ত্রিশটি পরিবারকে বাছাই করে। গত ৬ সেপ্টেম্বর বসত ঘর নির্মাণে নগদ অর্থসহায়তা করে চেশা। ক্ষতিগ্রস্ত পরিবার বাছাই ও নগদ অর্থ বন্টনে উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক ডা. তারেক আহমেদ ও মোহাম্মদ শফিউল আলম রানা, মো. রেজাউল করিম রাশেদ, ইয়াছির আরাফাত, মো. রাকিব মাহমুদ ডানা, চৌধুরী মো. ফজলে রাব্বী, মো. ফয়সাল আহমদ দোলন, এমএইচ শাহ বেলাল, জান্নাতুল ফেরদৌস মিতা, জমির আলী, জয়নাল আবেদীন, শাহিন মাহমুদ মামুন প্রমুখ।