বন্যার্তদের জন্য জেলা গভর্নরের ত্রাণ তহবিলে লায়ন্স ক্লাব চিটাগংয়ের অনুদান

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

বন্যাদুর্গত মানুষের জন্য গঠিত লায়ন্স জেলা গভর্নরের ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং। ক্লাব সভাপতি লায়ন বাবুল কান্তি লালার সভাপতিত্বে চিটাগং সিনিয়র্স ক্লাবে গত শনিবার অনুষ্ঠিত নিয়মিত সভায় সদস্যদের পক্ষ থেকে ৫০ হাজার টাকার নগদ অনুদান তুলে দেয়া হয়। ক্লাবের প্রাক্তন সভাপতি ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেকের ব্যবস্থাপনায় ও নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ লায়ন্স জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরীর হাতে এ অর্থ সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে লায়ন কামরুন মালেক বলেন, অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই লায়নিজমের শিক্ষা। যেখানেই কোন প্রয়োজন দেখা দেয়, সে সমস্যা সমাধানে সেখানেই একজন লায়নের দেখা মিলে। প্রবল বৃষ্টিজনিত পাহাড়ি ঢল ও বন্যাজলে সাতকানিয়া, বান্দরবান সহ মহানগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বহু মানুষ মানবেতর দিনযাপন করছে। এমতাবস্থায় মানবতার প্রতি হাত বাড়িয়ে দিতে জেলা গভর্নরের আহ্বানে আমরা এ অনুদান প্রদান করেছি। এ সময় উপস্থিত ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী ও কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার্স লায়ন মো. মোসলেহ উদ্দীন খান, লায়ন গোপাল কৃষ্ণ লালা, লায়ন রাজিব সিনহা, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. মেসবাহ উদ্দীন তুহিন, জোন চেয়ারপার্সন লায়ন আবদুর রব শাহীন, জোন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, সভাপতি লায়ন বাবুল কান্তি লালা, ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. নাজমুস শাকের, ক্লাব সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী এবং ট্রেজারার লায়ন বাসুদেব সিনহা। উপস্থিত ছিলেন লায়ন এস এম আশরাফুল আলম আরজু, লায়ন মনির আহমেদ চৌধুরী, লায়ন গাজী মো. শহীদুল্লাহ, লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, লায়ন নিশাত ইমরান, লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন আলহাজ মো. নুরুল আলম, লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, লায়ন মো. মোসলেহ উদ্দীন খান, লায়ন গোপাল কৃষ্ণ লালা, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন রাজিব সিনহা, লায়ন মির্জা মোহাম্মদ আকবর আলী, লায়ন হারুণ ইউসুফ, লায়ন আরিফ আহমেদ, লায়ন শাহেদুল ইসলাম, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন এস এম আবু তৈয়ব, লায়ন পারভিন মাহমুদ এফসিএ, লায়ন সোহেলা রহমান মাহমুদ, লায়ন একেএম আবদুল মুকিত, লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন এম এইচ রহমান, লায়ন এম এইচ রানা, লায়ন এস কে পালিত, লায়ন সাধন কুমার ধর, লায়ন আবু নাসের রনি, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন নবীউল হক সুমন, লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন অঞ্জন শেখর দাশ , লায়ন আবদুর রব শাহীন, লায়ন মাঈনুদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধশান্তিপূর্ণ শ্রম পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্ব
পরবর্তী নিবন্ধস্বাধীনতা বিরোধী চক্র আবারও ছোবল মারার সুযোগ খুঁজছে