লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর উদ্যোগে গত মঙ্গলবার বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার ও উপহার সামগ্রী চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। নৌবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বোট ক্লাবের অফিসার ইনচার্জ লেফটেনেন্ট কমোডর আল আমিন। তিনি মানবতার কাজে এগিয়ে আসার জন্য ক্লাব কর্তৃপক্ষ এবং সকল লায়নবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বর্তমান জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এমজেএফ বাংলাদেশ নৌবাহিনীকে বন্যাদুর্গত এলাকায় দ্রুততার সাথে খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রাখার জন্য অনুরোধ জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু এমজেএফ, রিজিওন চেয়ারপারসন লায়ন শুভ নাজ জিনিয়া এমজেএফ, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মিরাজুর রহমান তুহিন, সেক্রেটারি লায়ন ইকবাল হোসেন সুমন, লায়ন মো. হেলাল উদ্দিন, লায়ন হাসিবুল হাসান চৌ. রাশেদ, লায়ন আশরাফুল ইয়াসিন এমজেএফ, লিও প্রেসিডন্ট জাহেদ হোসেন তারেক, লিও দিপ্তী দে, লিও সওকত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।