মীরসরাই প্রফেশনাল সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় নগদ অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকাল ৩টায় মীরসরাই উপজেলা পরিষদস্থ জেলা পরিষদের অডিটোরিয়ামে এক অনুষ্ঠান দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং আলী হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ মহসীন, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহ নুর জিলানী, অবসরপ্রাপ্ত ডিআইজি মেজবাহুন্নবী, এনামুল গোফরান চৌধুরী, ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌল্লাহ (অব.) কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, আবু সাঈদ চৌধুরী, এম সামছুদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক বন্যাকবলিত শিক্ষার্থীদের মাঝে ২ হাজার টাকা করে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানের পূর্বে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।