রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কৃষিজমি ও ক্ষেত খামারে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের সাথে মাঠে সক্রিয় থেকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দিচ্ছেন।
জুলাইয়ের প্রথম দিকে অনাবৃষ্টির কারণে পানির অভাবে রাউজানের কৃষকরা আমন চাষাবাদে নামতে পারেনি। ওই সময় মাত্র ৫০ শতাংশ জমিতে অনেক কষ্টে বিভিন্ন উৎস থেকে পানি এনে জমিতে আমন চাষ ও মৌসুমী সবজি লাগিয়েছিলেন। পরে টানা বৃষ্টিতে ক্ষেত খামার ভেসে গেছে বন্যায়। কয়েকদিন পানি জমে থাকায় নষ্ট হয়েছে আমনের বীজতলাসহ রোপণ করা চারা। উপজেলা কৃষি বিভাগ থেকে জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার ১ হাজার ২২ হেক্টর জমির রোপন করা আমন, বীজতলাসহ সব ধরনের শরৎকালীন শাক সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আমন চাষে ও সবজি উৎপাদনে মাঠে নেমেছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জমিতে আমন চারা রোপণ করা যাবে। লক্ষ্য অর্জনে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। বিলম্বিত চাষাবাদ হলেও কৃষিখাতে তাদের লক্ষ্যমাত্র অর্জিত হবে বলে জানান কৃষি কর্মকর্তা।