বন্যাদুর্গতদের মাঝে রোটারি ক্লাব চিটাগাং সাগরিকার শিক্ষা উপকরণ বিতরণ

| বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ৫:০৩ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব চিটাগাং সাগরিকা দাগনভূঁইয়া ফেনীতে দুটি প্রকল্প পরিচালনা করেছে। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আরিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বন্যাপরবর্তী পুনর্বাসন কর্মসূচির উপর দুটি প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা হয়। গত ২৮ সেপ্টেম্বর ক্লাবের পক্ষ থেকে ১০টি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আরিফ আহমেদ, পিডিজি প্রফেসর রোটারিয়ান তৈয়ব চৌধুরী, রোটারিয়ান রেজাউল করিম চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, রোটারিয়ান ইসমাইল, রোটারিয়ান নুর মোহাম্মদ, রোটারিয়ান উৎপল বড়ুয়া, রোটারিয়ান আজিজুল কাদের, বাণীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক হেদায়েত উল্লাহ, মিজানুর রহমান, মাসুম, শাকিল, অনিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবর সেবা মাসে লায়ন্স জেলার র‌্যালি
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট