বন্যাকবলিত ৫ হাজার পরিবারকে ত্রাণ দিল খুলশী ক্লাব

| শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৪:৪১ পূর্বাহ্ণ

খুলশী ক্লাব লিমিটেড চট্টগ্রামের উদ্যোগে বন্যাকবলিত এলাকার মানুষের জন্য ২য় পর্যায়ে ৫০০০ পরিবারের মাঝে গতকাল শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট সেনাক্যাম্পে খাদ্যসামগ্রী প্রেরণ করা করা হয়।

খুলশী ক্লাব লিঃ এর সভাপতি মুহাম্মদ শামসুল আলমের নেতৃত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি আহমেদুল হক আহাম্মেদ, সহ সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, বাবু অমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ডা. এম এ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুল কাদির, সাংগাঠনিক সম্পাদক মো. আমির হোসেন, অর্থ সম্পাদক শওকত আলী তালুকদার, ডা. শংকর কুমার ঘোষ, নজরুল ইসলাম, হাসান আকবর, আনিসুল আলম, মো. নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজালাল, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, মিজানুর রহমান, সাইফুল হুদা জাহাঙ্গীর, মোহাম্মদ নুরুল আবছার, ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার, ইঞ্জিনিয়ার সামসুউদ্দিন, রফিকুল আলম, আরজু খান, ফখরুল আলম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রমুখ। এবারের খাদ্যসামগ্রীতে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ডাল লবণ ও বস্ত্রও দেয়া হয়। উল্লেখ্য, গত ২৬ আগস্ট প্রথম পর্যায়ে ১১০০ পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছে খুলশী ক্লাব লিঃ। ক্লাবের সভাপতি শামসুল আলম বলেন খুলশী ক্লাব লিঃ সদস্যদের সার্বিক সহযোগিতায় সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্ত ২০ হাজার মানুষের পাশে এশিয়ান গ্রুপ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বন্যায় ক্ষতি ৫০৯ কোটি টাকা