বন্যা দুর্গত ৫ শতাধিক পরিবারকে ত্রাণ দিলেন বোয়ালখালী যুবলীগ

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২৬ জুন, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

সিলেটে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বোয়ালখালী উপজেলা যুবলীগ। গত কয়েকদিনে তারা সেখানকার প্রায় ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে বিশুদ্ধ পানি, রান্না করা ও শুকনো খাবার বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন হাজী আবদুল মান্নান রানা, ওসমান গনী, হাজী সেলিম, জানে আলম, মো. উজ্জ্বল, মো. অপু, মো. এনাম, মর্জিনা বেগম প্রমুখ।

মহানগর যুবলীগ : সিলেটের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও নগদ টাকা সহায়তা এবং গৃহ নির্মাণ শুরু করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। গতকাল থেকে শুরু হওয়া এ সহযোগিতা অব্যাহত থাকবে।

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলমের সার্বিক নির্দেশনায় এ কার্যক্রম পরিচালনা করছেন যুবলীগ চট্টগ্রাম মহানগরের যুব সংগঠক এনামুল হক এনাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জিল্লু, প্রভাষক আজিজুল হক মানিক, ইমরানুল আলম ও কামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু উদ্বোধনে গিয়ে ট্রলার উল্টে ছাত্রলীগ নেতা নিখোঁজ