নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্যা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আসা এক গর্ভবতী নারী সন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার উপজেলার গোমাতলী শামসুল হুদা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ওই নারী ছেলেসন্তানের জন্ম দেন। খবর বিডিনিউজের।
নবজাতকের বাবা হৃদয় ও মা শান্তা আক্তার উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ গোমাতলি আলী বাড়ির বাসিন্দা। মা ও নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছে পরিবার।
নবজাতকের বাবা হৃদয় জানান, পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় এক সপ্তাহ আগে গোমাতলী শামসুল হুদা হাইস্কুল আশ্রয়কেন্দ্রে ওঠেন তারা। সেখানে বন্যাকবলিত আরও ৩০০ মানুষ আশ্রয় নিয়েছেন। নোয়াখালী জেলা প্রশাসন জানিয়েছে, জেলার আট উপজেলার ৮৭ ইউনিয়নের ২০ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। বেশিরভাগ এলাকায় সড়ক ও বাড়িঘর চার থেকে পাঁচ ফুট পানিতে তলিয়ে গেছে। নিরুপায় হয়ে লোকজন স্কুল, মাদরাসা সহ আশপাশের উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন।