বন্ধু হও

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

তুমি আমার অভ্যাস হয়োনা

তুমি আমার প্রেম হও

দিনলিপি অভ্যাস হতে পারে

কবিতা আমার প্রেম।

তুমি আমার লাল জামদানিটার

মতো যত্নের হয়ো

নিত্য ব্যবহার্য জীর্ণ

কাপড়টা স্বস্তির

তবে লাল জামদানিটা

আরাধনার।

সমাজ আরোপিত কোনো

বিশেষণ নয়

তুমি আমার বন্ধু হও

বিশেষণটি দায়িত্বের

তবে বন্ধুটি হৃদয়ের।

তুমি আমার বিনোদন হয়ো না

তুমি আমার আনন্দ হও

বিনোদন ক্ষণস্থায়ী

তবে আনন্দ আমাকে বাঁচিয়ে রাখে।

তুমি আমার দুঃখ হয়ো না

তুমি আমার বিরহ হও

দুঃখ সবার জন্য

বিরহ শুধুই প্রিয়জনের।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন ফিলিস্তিন
পরবর্তী নিবন্ধহে আর্য পুরুষ