বন্ধু নির্বাচনে সতর্ক হোন

মুহাম্মদ এনামুল হক মিঠু | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৮:৫৮ পূর্বাহ্ণ

বন্ধু মানে একসঙ্গে পড়ালেখা করা সহপাঠীরা নয়, নয় একসঙ্গে চলাফেরা করা সমবয়সিরা। এক কর্মক্ষেত্রে কাজ করা কলিগরাও নয়। বন্ধুর সংজ্ঞা যেমন কঠিন, তেমনি বন্ধু নির্বাচন করাও কঠিন। এক শ্রেণিতে পড়া, এলাকায় বাস করা সবাই বন্ধু নয়। তারা আপনার পরিচিত সহপাঠী, বাসিন্দা। বন্ধু তারা যাদের সঙ্গে আপনি আপনার মনের সব কথা বলতে পারেন। কোনো সমস্যায় পড়লে সাহায্য চাইতে পারেন। যে আপনার বিশ্বাস কখনও ভাঙবে না, আপনার আড়ালে আপনাকে নিয়ে বাজে বলবে না। বন্ধুরা একসঙ্গে আড্ডা দেবে, গ্রুপ স্টাডি করবে, কারো বিপদে এগিয়ে আসবে, নিয়মিত যোগাযোগ রাখবে। আপনি কোনো একটা কাজ করবেন আপনাকে উৎসাহ দেবে। আপনাকে সময় দেবে। আপনাকে কটাক্ষ করবে না। কখনও কারো নামে গীবত, গুজব ছড়াবে না। আপনার সুসময়ে যারা পাশে থাকে এবং দুঃসময়ে দূরে চলে যায় খোঁজ নেয় না এরা প্রকৃত বন্ধু হতে পারে না। এরা আপনার বন্ধু হয়েছে শুধু নিজের লাভের জন্য আপনাকে ব্যবহারের জন্য। এরা আপনাকে সফলতার পথে বাধার সৃষ্টি করে। আপনার মাঝে বদ অভ্যাস তৈরি করে। বিপদের মাঝে ঠেলে দেবে, সাহায্য করবে না। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হোন।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক
পরবর্তী নিবন্ধভিখারী চেনা দায়