বন্ধু এবং বন্ধুত্ব আক্ষরিকভাবে খুব সংক্ষিপ্ত হলেও বন্ধুত্বের মানে সীমাহীন আকাশের স্নিগ্ধ নীলিমা। বন্ধুত্ব মানে মহাসমুদ্রের গভীরতা। আমরা বন্ধুরা মোট ১১ জন সবাই ষাটোর্ধ্ব বয়স। আমাদের বন্ধুত্বের পথ চলা কিন্তু চার যুগেরও বেশি। এই পথচলা অজেয়, প্রাণ চাঞ্চল্যে ভরপুর, তারুণ্যের আলোক–মালায় আমরা আলোকিত। আমরা সবাই নিজ নিজ পৃথিবীতে মহারানী। স্বপ্নের সিঁড়ি বেয়ে সবাই এসে দাঁড়িয়েছি তেপান্তরের মাঠে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে। বন্ধুরা আমার কথায় সবার কি হাসি পাচ্ছে? হেসোনা প্লিজ, শোনো তোমাদের কি মনে আছে আমাদের কলেজের পেছনের কাশবনে যখন কারণে অকারণে সবাই মিলে দখিনা হাওয়ায় দোল খেতে যেতাম তখন অনেক সময় নিজেকে জীবনানন্দ দাশের বনলতা সেন মনে করতে দ্বিধাবোধ করতাম না। হেসো না বন্ধু বয়সের কারণে নিজেকে কবি গুরু রবীন্দ্রনাথের লাবণ্য মনে করেছি। কিন্তু ভাই গো স্বপ্নের সিঁড়ি বেয়ে কত আর ওঠা যায়? কালের পরিক্রমায় সিঁড়িতে একদিন ঘুণে ধরেছে। এরমধ্যে আমাদের একজন চলে গেল না ফেরার দেশে। সে হচ্ছে আমার কৈশোর তারুণ্যের বান্ধবী এবং বোন রানী। বুঝে নিলাম আমাদের সবার চলার পথ আর বেশি দূর হয়তো নেই, থেমে যাবার সংকেত অর্থাৎ লাল বাতি জ্বলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হে পাক পরওয়ারদিগার তুমি আমাদের সবাইকে আরো কিছুদিন চলার তৌফিক দান করো। আমাদের সবার গুনাহ মাফ করে দিও। বন্ধুরা, জানিস এখন আমার কী ইচ্ছে করছে সবাই সমবেত গান গাই (আগে কি সুন্দর দিন কাটাইতাম )