উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, ভালোবাসার মানুষটাকে যদি সারাজীবন আগলে রাখতে চাও তাহলে তাকে ভালোবাসা দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। আমাদের চারপাশে দেখুন ভালোবাসার বিচ্ছেদ অনেকগুণ বেশি কিন্তু বন্ধুত্বের বিচ্ছেদ গুণাগুণতি। যখন কাউকে ভালোবাসার মানুষ হিসেবে ভালোবাসবে তখন তাকে নিয়ে ভেতর ভেতর দুর্বলতা ও হারিয়ে ফেলার ভয় কাজ করবে। যা প্রকাশ করার কারণে প্রিয় মানুষগুলো আমাদের সস্তা এবং তুচ্ছ ভাবতে শুরু করে। কিন্তু একটা বন্ধুকে যদি একবার মনের কথা প্রকাশ করো, যদি সে প্রকৃত বন্ধু হয় তাহলে সে মৃত্যুর আগে পর্যন্ত ঠিক তোমার কথাগুলো মনে রাখবে। তোমাকে আগলে রাখার চেষ্টা করবে। দেখবে বন্ধুত্বে কখনোই হারানোর ভয় থাকে না। হয়তো সাময়িক ক্ষেত্রে মান অভিমানের পালা চলে। কিন্তু সারা জীবনের জন্য ছেড়ে যাওয়া চলে যাওয়ার কোনো অবশ্যতা থাকে না। তাই কাউকে যদি সত্যিই ভালোবেসে থাকো তবে তাকে আই লাভ ইউ না বলে উই আর ফ্রেন্ডস ফ্রম টুডে এটা বলে তাকে আগলে রাখ। একটা সময় দেখবে তার মন খারাপের ঝুড়ি তার আনন্দের বাক্স সব তোমাকে উজাড় করে দিয়েছে। তবে ভুল করেও তাকে কখনোই প্রকাশ করো না তুমি তাকে ভালোবাসো তাহলেই শুরু হয়ে যাবে অবহেলা। বর্তমানে ভালোবাসার এমন অহরহ পরিণতি দেখে হতাশ হই। কেনইবা এ সম্পর্ক কেনইবা এর অনাকাঙ্ক্ষিত পরিণতি। কয়েক মাসের প্রেম অপরিণত পরিনয় আর চাহিদার অসীমতা যেন ভালোবাসার ভুবনকে দুমড়ে মুচড়ে দেয়। ফলাফল কেউ দেয় আত্মাহুতি আবার কেউ প্রতিশোধের স্পৃহায় জ্বলে। এসব আমার কাছে মূল্যহীন। যেখানে বোঝাপড়া নেই একে অপরের সেখানে সম্পর্ক হয় কেমন করে? তাইতো আত্মবিশ্বাসের সাথে বলতে চাই যদি বন্ধু হও বাড়াও হাত নিশ্চিন্তে থাকতে পারো তবে, কোনদিন পাবে না কোনো আঘাত। ঠিক তেমনি আমি একজন বন্ধু চাই ভালোবাসার মানুষ নয়।