বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভা ঢাকার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের শ্রমিক দল অফিসে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় সংগঠনের সভাপতি সাঈদ আল নোমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সহ–সভাপতি শ ম জামাল উদ্দিন, আবুল কালাম জিয়া, শহীদুল ইসলাম, মো. কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, আবু দাউদ দীন মোহাম্মদ, জাহিদুল ইসলাম, মো. রতন মিয়া, আবদুল মান্নান, সামসেদ আলম শমসের প্রমুখ।
সভায় অবিলম্বে উৎপাদন বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকল সমূহের উৎপাদন চালুসহ পাট শ্রমিক দলের পেশকৃত ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া সভায় পাট শ্রমিক দলের পেশকৃত ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৩০ জুন পর্যন্ত সারাদেশে সাংগঠনিক কর্মসূচি পালন, ৯ জুলাই ঢাকা প্রেসক্লাবে, ১২ জুলাই চট্টগ্রামে, ১৮ জুলাই যশোর–খুলনা অঞ্চলে সংবাদ সম্মেলন, ২৫ জুলাই ঢাকার ডেমরাতে শ্রমিক সমাবেশ এবং ১০ আগস্ট বিজেএমসি প্রধান কার্যালয়ের সম্মুখে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ৩৬ জুলাই আন্দোলনের কর্মসূচিসমূহ যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












