বন্দি বুশরা বিবির খাবারে অ্যাসিড মেশানোর অভিযোগ

| শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

পাকিস্তান তেহরিকইনসাফ (পিটিআই) বৃহস্পতিবার পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে তিনি ইমরান খানের বানিগালা বাসভবনে কারারুদ্ধ আছেন। তোশাখানা মামলায় ইমরান খানের সঙ্গে তিনিও দণ্ডপ্রাপ্ত হলে তাদের বাড়িটিকে সাবজেল ঘোষণা করে বুশরাকে সেখানে আটক রাখা হয়। খবর বাংলানিউজের।

বুশরা বিবির মুখপাত্র এবং একজন পিটিআই আইনজীবী মাশাল ইউসুফজাই বুশরা বিবির স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’এ একটি পোস্ট শেয়ার করেছেন। ইউসুফজাইয়ের পোস্টে বলা হয়েছে, বুশরা বিবি তাকে জানিয়েছেন তার খাবারে অ্যাসিড জাতীয় ক্ষতিকারক পদার্থ দেওয়া হয়েছিল। যার ফলে গত পাঁচ দিন ধরে বুশরা পাকস্থলির তীব্র ব্যথা নিয়ে কাতরাচ্ছেন।

ইউসুফজাই বুশরা বিবির স্বাস্থ্যের বিষয়ে বর্ণনায় বলেন, তার পেটে যন্ত্রণা হচ্ছে, তার মুখে এবং গলায় ঘা হয়েছে। চা বা পানিতে ডুবিয়ে শুকনো টোস্ট ছাড়া অন্য কিছু খেতে পারছেন না। বুশরা বিবির জীবন গুরুতর হুমকির মধ্যে রয়েছে এবং জরুরিভাবে মেডিকেল পরীক্ষানিরীক্ষার প্রয়োজন। এদিকে পিটিআই অফিসিয়াল ‘এক্স’ পোস্টে জানিয়েছে, ইমরান খানের স্ত্রীকে বিদ্বেষপূর্ণভাবে এমন আক্রমণ করা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা না দেওয়ার জন্য দেশটির ‘ফ্যাসিবাদী’ সরকারকে অভিযুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুতিনের কট্টর সমালোচক নাভালনির কারাগারে মৃত্যু
পরবর্তী নিবন্ধদিল্লিতে রঙের কারখানায় আগুন, নিহত ১১