বন্দরের কার্যক্রমে গতি কমেছে কন্টেনার জট

এভাবে পুরোদমে কাজ চললে পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে গতি ফিরতে শুরু করেছে। গতকাল বিপুল সংখ্যক কন্টেনার ডেলিভারি হওয়ায় ইয়ার্ডে জমে থাকা কন্টেনারের সংখ্যা কিছুটা কমে এসেছে। আর কয়েকদিন পুরোদমে কাজ চললে জট পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে বলেও বন্দর সূত্র জানিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর নানা অস্থিতিশীল পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় মারাত্মকভাবে। এতে বন্দরের ইয়ার্ডে দেখা দেয় কন্টেনার জট।

গতকাল বন্দর থেকে ২ হাজার ২৩৮ টিইইউএস কন্টেনার ডেলিভারি হয়েছে। অপরদিকে রপ্তানি পণ্য বোঝাই ২ হাজার ৯৫৮ টিইইউএস কন্টেনার জাহাজে তোলা হয়েছে। জাহাজ থেকে নামানো হয়েছে ২ হাজার ১৩ টিইইউএস কন্টেনার। কন্টেনার হ্যান্ডলিং কাজে গতি ফিরতে শুরু করায় বন্দরের ইয়ার্ডে থাকা কন্টেনারের পরিমান ৪৪ হাজার ১১৭ টিইইউএস থেকে কমে ৪২ হাজার ৬৩৮ টিইইউএসে নেমে এসেছে। এই সংখ্যাও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। বন্দরে স্বাভাবিক সময়ে ৩০/৩১ হাজার টিইইউএস কন্টেনার জমা থাকে।

বন্দরের শীর্ষ কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী কয়েকদিন পুরোদমে কাজ চললে ইয়ার্ডে কন্টেনারের সংখ্যা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, বন্দরে পুরোদমে কাজ চলছে। আমরা খুব শীঘ্রই স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যেতে পারবো বলে আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধদামপাড়া পুলিশ লাইন্সে বিক্ষোভ, ১১ দফা দাবি
পরবর্তী নিবন্ধঢাকায় গুলিবিদ্ধ হওয়ার দুদিন পর লোহাগাড়ার কিশোরের মৃত্যু