বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর মতো অফিস দল বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতিও সমানতালে এগিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলায় তাদের চতুর্থ শিকারে পরিণত হয়েছে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব। এর আগের তিনটি খেলাতেই তারা জয় পায়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৭২ রানের পরিস্কার ব্যবধানে ইস্পাহানিকে হারায়। ইস্পাহানি তাদের চার খেলায় চারটিতেই হেরে গেছে। গতকাল টসে জিতে বন্দর প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভারে তারা সব উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। ওপেনিং জুটি মাত্র ১০ রানে বিচ্ছিন্ন হলেও সবাই মিলে কিছু কিছু অবদান রাখলে রান সংখ্যা দু’শতের কাছাকাছি যায়। দলের হয়ে ওপেনার জাহিদুজ্জামান খান ২৮, মেহেদি হাসান ১৯, ইকবাল বাহার ২৭, তারেক কামাল ২৯, তন্ময় পাটোয়ারি ১৫, সাজিদ উল আলম রিফাত ১৬, রনি ফয়সাল অপরাজিত ১২ এবং হাবিবুল্লাহ নিশাদ ১৯ রান করেন। অতিরিক্ত রান হয় ২০। ইস্পাহানী স্পোর্টিং ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নেন শহীদ আবদুল্লাহ, সুদীপ্ত দেব এবং কামরান হাফিজ ডিকি। ১টি করে উইকেট নেন রনি ব্যাপারী, শাহ পরান এবং সাজ্জাদুর রহমান। জবাব দিতে নেমে ইস্পাহানি ৪২ ওভার খেলে ১২৪ রানে অল আউট হয়ে যায়। বন্দরের বোলিং তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে ইস্পাহানির ব্যাটাররা। এক পর্যায়ে মাত্র ৩৫ রানে তাদের ৭টি উইকেটের পতন ঘটে। পরে টেইল এন্ডার তানজিম নাবিল এবং মো. রিয়াদ দুজনই ২৯ রান করেন। এছাড়া রনি ব্যাপারির ২০ রানে তারা শতরানের কোঠা পার হতে সক্ষম হয়। এর আগে সুদীপ্ত দেব ১৩ এবং ওপেনার শাহ পরান ১০ রান সংগ্রহ করেছিলেন। অতিরিক্ত রান হয় ১০। বন্দরের সজীব মিয়া ২১ রানে ৩টি উইকেট লাভ করেন।
এছাড়া সাইদুল আলম রিফাত,রনি ফয়নাল এবং ইফাদ বিন ইদ্রিস প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। ১টি উইকেট পান তন্ময় পাটওয়ারি। আজকের খেলা : মুক্তিযোদ্ধা বনাম শহীদ শাহজাহান সংঘ।











