বন্দরের এক একর জায়গা দখলমুক্ত

১৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ৬:১৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এক একরেরও বেশি ভূমি উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকালে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পর জায়গাটি উদ্ধার করা হয়। বন্দর সূত্র জানায়, নগরীর নিউমুরিং তক্তারপুল এলাকার এমপিবি গেইট থেকে নেভি গেইট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা অভিযানে অংশ নেন। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধবেড়াতে নিয়ে গার্মেন্টস কর্মীকে দলবেঁধে ধর্ষণ
পরবর্তী নিবন্ধদেশে একদিনে আরও ২৫ মৃত্যু