চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অপরাধে এভারেস্ট এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের ১২টি যানবাহনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিআরটিএ যৌথভাবে বন্দর অভ্যন্তরে অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে এ বিশেষ অভিযান চালায়। ভ্রাম্যামাণ আদালতের তথ্যমতে, ফিটনেস সার্টিফিকেট না থাকায় ৬০ হাজার টাকা, ট্যাঙ টোকেন না থাকায় ২৪ হাজার টাকা এবং রুট পারমিট না থাকায় ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।