বন্দরে শ্রমিকদলের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় শ্রমিক বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ.এম.নাজিম উদ্দিন দেশের গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য সরকার কর্তৃক গঠিত মালিক শ্রমিক ও সরকার ত্রিপক্ষীয় পরামর্শ সার্চ কমিটির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা প্লাস্টিক রিসাইক্লিন শ্রমিক ইউনিয়ন চট্টগ্রামের আয়োজনে গতকাল ৪টায় নূর মহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সহ সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফরাজির সভাপতিত্বে এবং মো. জামাল উদ্দিন এবং মো. জাশেদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ হানিফ সওদাগর, বিশেষ অতিথি ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.জাহেদুল হাসান, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. হাসান মুরাদ, চট্টগ্রাম মহানগর মোটরচালক দলের সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন মুন্না, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহেদ, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিলুপ্তির পথে বাঁশ-বেত শিল্প
পরবর্তী নিবন্ধমাদুল কান্তি বড়ুয়া