বন্দরে পুলিশের এসআইয়ের উপর হামলায় আরও ৬ জন গ্রেফতার

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ৩:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে পুলিশের কর্মকর্তার উপর হামলার ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইরান বাদশা (২৪), নুরুল ফায়েজ পিয়াল প্রকাশ নুরাল ফায়েজ পিয়াল (২৮), মোঃ জোবায়ের আহমেদ নিরব (২৩), মোঃ ফয়সাল (২২), মনির হোসেন(২৪) ও মোঃ সাহেদ (১৮)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান এবং পুলিশকে আঘাত প্রদানের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত ছয়জন আসামিকে বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।

ঘটনার দিন ১৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। আজকের ৬ জনসহ এই ঘটনায় সর্বমোট ২৪ জনকে গ্রেফতার হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় জুয়া খেলার আসরে পুলিশের হানা, আটক অর্ধডজন
পরবর্তী নিবন্ধখুলশী থানার ওসি আফতাব হোসেনকে প্রত্যাহার