নগরীর বন্দর থানার পুরাতন ডাকঘর এলাকার লিলি কমিউনিটি সেন্টারের পিছন থেকে জুয়ার সরঞ্জাম, নগদ ২১ হাজার টাকাসহ নয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সিরাজুল ইসলাম (২৯), মো. আনোয়ারুল ইসলাম (৪০), ইয়াছিন আরাফাত (২৭), মো. রাসেল (২৮), মো. এরশাদ (৩২), মো. আমান (২৬), মো. জুয়েল (৩০), মো. বোগদাদ (৩৬) ও মো. ইমরুল হোসেন সুজন (২৮)।
গত বৃহস্পতিবার ওই এলাকার দুদু মিয়া কন্ট্রাক্টরের বাড়ীর শাকিলের ভাড়াঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় ৫ প্যাকেট তাস, নগদ ২১ হাজার টাকাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।