নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার সাগরপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মো. আইনুল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আইনুল দক্ষিণ হালিশহরের মাইজপাড়া এলাকার মো. আনছারের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) শীলাব্রত বড়ুয়া আজাদীকে বলেন, আইনুল র্যাব-৭ এর একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।