বন্দরে গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ জুলাই, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন আনন্দবাজার সাগরপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মো. আইনুল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আইনুল দক্ষিণ হালিশহরের মাইজপাড়া এলাকার মো. আনছারের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) শীলাব্রত বড়ুয়া আজাদীকে বলেন, আইনুল র‌্যাব-৭ এর একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধদুদিন ধরে পানিতে তলিয়ে আছে ফেনাফুনি গ্রাম
পরবর্তী নিবন্ধউপবৃত্তির ফরমে স্বাক্ষরের জন্য কলেজে ডেকে ছাত্রীর ‘শ্লীলতাহানির’ অভিযোগ