নগরীর বন্দর থানাধীন ঈশান মিস্ত্রির হাট এলাকার কর্ণফুলী নদী সংলগ্ন খাল থেকে মো. মনিরুজ্জামান নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদরের কলেজ রোড এলাকার আবদুল ওহাব মজুমদারের ছেলে।
গতকাল দুপুরের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এ লাশ উদ্ধার করে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ছাদেকুর রহমান বলেন, কয়েকজন পুলিশ সদস্য মো. মনিরুজ্জামানকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্যান্টের পকেটে থাকা এনআইডি কার্ডের মাধ্যমে মো. মনিরুজ্জামানের পরিচয় সনাক্ত হয় বলেও জানান তিনি।