চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা টার্মিনালে কাভার্ডভ্যানের সাথে বেল্ট পেঁচিয়ে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত মো. জাহিদ (২৬) ডবলমুরিং থানার আগ্রবাদ ১ নম্বর গলির মো. আলমের ছেলে। আজ শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের চাচাতো ভাই মনির বলেন, “গতকাল দিবাগত রাত প্রায় ২টার দিকে বাসায় মোবাইল ফোন রেখে বের হয় জাহিদ। রাতে আর বাসায় ফিরেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিমতল টার্মিনাল এলাকায় গিয়ে কাভাডর্ভ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তাকে।”
বিষযটি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, “সকালে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় জাহিদ নামে এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”